apni-ajke-ar-theke-misti-golpo-pabenna-xyz

৭ বছরের ক্লই বৃজভাতার বিলেতে থাকেন। তার বাকি বন্ধুরা যখন খেলনা নিয়ে ব্যস্ত তখন সে ঠিক করে নিয়েছে সে গুগলে কাজ করতে চায়। এই ইচ্ছের কথা সে তার বাবাকে জানায়। বাবা ফ্রিজ বিক্রি করেন ও মেয়ে জানতে চায় বাবা অন্য কোথায় কাজ করলে কোথায় কাজ করতে চাইতেন?

তখন বাবা আন্ডি তাকে গুগলের অফিস ও আবিষ্কারের ছবি দেখান এবং তার ইচ্ছের কথা জানায়।

অফিস দেখে মেয়ে অভিভূত ও বাবাকে জানায় সে ওখানেই কাজ করতে চায়। বাবা বলেন তাদের একটা চিঠি পাঠাতে। সেই চিঠিতে ক্লই লেখে যে সে জানে না চাকরি কিভাবে চাইতে হয় এবং তার পর নিজের সমস্ত শখ,ইচ্ছে ও পড়াশোনার ব্যাপারে জানিয়েছে।

সে চকলেট কারখানাতেও কাজ করতে চায় ও অলিম্পিক্স এ সাতার কাটতে চায়।তার মনে হয় গুগল তাকে নিয়ে নেবে কেননা তার টিচার মা বাবাকে বলেছে সে পড়াশোনায় বিশেষ ভালো।

কিভাবে অসাধারণ সুন্দর হয়?


কিন্তু যখন কদিন পর গুগলের সর্বোচ্চ কর্তা সুন্দর পিছাই চিঠি লিখে পাঠান সে অবাক হয়ে গেল।

পিচাই চিঠিতে লেখেন যে কম্পুটারের ক্ষেত্রে এই অধ্যাবসায় রাখলে ক্লই ঠিকই অনেক ওপরে উঠবেন। পিছাই লেখেন যে অধ্যাবসায় থাকলে তার সব স্বপ্ন পূরণ হবে ও তিনিও স্কুল শেষ হলে তাকে চাকরি দিয়ে দেবেন।


তার বাবা পিছাই এর এই চিঠি লিংকডইনে পোস্ট করেন ও সবাই তা পরে অভিভূত.

তিনি জানিয়েছেন যে দুবছর আগে এক দুর্ঘটনার পর মেয়ের আত্মবিশ্বাস হারিয়ে যায় ও এই চিঠির কারণে তা ফিরে এসেছে।


ক্লই এখনস্কুলে আরো বেশি খাটছে গুগলে চাকরি পাওয়ার জন্য!

Leave a Reply

%d bloggers like this: