বাচ্চা দুস্টুমি করলে বা বেশি টিভি দেখলেই আমরা বলে দিই যে মা বাবা মানুষ করতে পারেনি! আমি আগেই ঠিক করেছিলাম যে আমি আমার শিশুকে এরম হতে দেব না!
কিন্তু নিজের বাচ্চাকে মানুষ করতে গিয়ে আমি বুঝে গেছি যে বইতে যা লেখা থাকে তা আসল জীবনে খাটে না; নিয়ম ভেঙ্গেই তাদের থেকে মুক্তি পাওয়া যাবে!
১. শিশুকে ভুলভাল খাবার খেতে দেব না
শিশুর পিছনে দৌরদৌরি করে আর রান্না করতে ইচ্ছে করে না। ২ মিনিটে ম্যাগি বানিয়ে রেহাই পান!
২. ঘুষ দেব না
হাতের কাছে চকলেট,খেলনা ও চিপস জাতীয় জিনিস রাখুন। দরকারের সময় এইগুলি আপনাকে রক্ষা করবে!
৩. দিনে মাত্র ৩০ মিনিট টিভি
যদি বন্ধুবান্ধব বা মা বাবার সাথে কথা বলার হয় তো টিভির রিমোট তা শিশুর হাতেই ছেড়ে দিন। একদিন এক ঘন্টা টিভি দেখলে ঘিলু জমে যাবে না!
৪. মারব না
যে যাই বলুক, বকুনি কাজ না করলে একটু তো পেটাতেই হবে, তাই না?
৫. আমার সাথে শোবে না
শিশুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে ঘুমন, একটু লাথি খেলে অসুবিধা নেই তো?
৬. খেলার আগে পড়াশোনা
স্কুল করেই তারা ক্লান্ত। তাই খেলে নিতে দিন, পরে হোমওয়ার্ক করে নেবে ক্ষণ!
৭. অলস মস্তিস্ক শয়তানের কারখানা
সাঁতার, নাচ, গান, এই সব দিয়ে পুরো সপ্তাহ ভরিয়ে দেবেন না! একটু নির্ভ্যাজাল আড্ডা ও খেলাধুলো করতে দিন!
৮. সব জেদ মেটাবো না
যা মেজাজ দেখাবার স্বামীকে দেখান, ছোটো শয়তানের যা করার সে করুক! সব সময় পিছনে লাগলে আপনি পাগল হয়ে যাবেন!