আমরা বাঙলিরা সারা বছর অপেক্ষা করে থাকি, পুজো শুরু হয়ে গেছে, অনেক জামা কাপড় কিনেছেন, ঠিক করতে পারছেন না কবে কোন রঙের পোশাক পড়বেন? আসুন তবে জেনেনি কবে কোন রং আপনার জন্য শুভ।
১. লাল হল শক্তির প্রতীক তাই ষষ্ঠীর দিনে পরুন লাল রংয়ের পোশাক।

২. গভীরতা এবং স্থিতিশীলতার প্রতীক নীল রং। তাই সপ্তমীতে পরুন ঘন নীল রংয়ের পোশাক

৩. পুজোর মধ্যে সব থেকে আকর্ষণীয় দিন হলো অষ্টমী, উজ্জ্বল থাকার দিন সেই কারণে এই দিন পরুন গোলাপি রঙের পোশাক।

৪. নবমীর দিন সবার মন খারাপের দিন তাই সেই দিন পরুন হালকা বেগুনী রঙের পোশাক বা হালকা কোনো রঙের। তাছাড়া বেগুনি ভবিষ্যতের প্রতীক। তাই আগামী বছরের পুজোর আশায় এই রংয়ের পোশাক পরুন।

৫. এবার মা কে বিদায় জানানোর পালা এবং আগামী বছরের আসার অপেক্ষার খুশিতে পরে ফেলুন হলুদ রঙের পোশাক।

যদি এই রঙের পোশাক না কিনে থাকে তবে মন খারাপ করবেন না, সঙ্গে রাখুন এই রঙের অন্য কোনো জিনিস। অথবা পরুন এই রঙের জুতো বা অন্য কিছু। আর যদি এই রঙের পোশাক না থাকে তবে পরের বছর পরুন রং মিলিয়ে।

ভালোভাবে পুজো কাটান, খুব আনন্দ করুন, সবাই কে খুশি রাখুন, সবার সাথে পোস্টটি শেয়ার করুন।