শিশুদের ত্বক কোমল হয় এবং তাই খুব যত্ন লাগে। শিশুকে প্রতিদিন ময়স্চারায়জার লাগাতে হয় এবং সেটি যেন সুগন্ধ ছাড়া হয় সেটা লক্ষ্য রাখা প্রয়োজন। আমরা আপনাদের সাহায্য করছি সেই লোশন বাছতে:
১. জনসন্স বেবি লোশন
এটি সব থেকে বিশ্বস্ত ব্র্যান্ড এবং তাড়াতাড়ি ত্বকে ঢুকে ত্বককে নরম করে তোলে। এটি ত্বককে শুকনো হতে দেয় না এবং তরতাজা রাখে। ডাক্তাররা এই লোশন-এর নামই বলে থাকেন।
২. হিমালয়া বেবি লোশন
এটি জড়িবুটি দিয়ে তৈরী এবং শিশুর ত্বক নরম রাখে। এটি লাগালে সংক্রমণ হয় না এবং এতে বেশি তেল বা সুবাস নেই। এটি দিনে এমনিতেও লাগাতে পারেন বা স্নানের পরে এটি দিয়ে ম্যাসেজ করতে পারেন।
৩. সেবামেদ বেবি লোশন
এতে ত্বকে কোনো ক্ষতি হয় না। এতেও তেল, কেমিকাল বা সুবাস নেই এবং খুব সুন্দর করে ত্বকের মধ্যে মিশে যায়।
৪. চিক বেবি মোমেন্টস বডি লোশন
এতে মিষ্টি আল্মন্দ দুধ আছে যাতে ত্বক নরম ও কমল হয়। এতে প্যারাবেন, দই বা এলকোহল নেই এবং এটি ত্বকের এলার্জি কমিয়ে দেয়।
৫. মাদারকেয়ার অল ভি নো বডি লোশন
এটি অনেকক্ষণ থাকে ও ত্বককে কমল করে তোলে। এতে অলিভ অয়েল ও কামমিল আছে যা ত্বকের জন্য খুব ভালো।
৬. আভীনো ডেলি ময়শ্চার লোশন
এটি ওট দিয়ে তৈরী এবং বিনা এলার্জি সৃষ্টি করে এটি শিশুর ত্বক কমল করে তোলে। এছাড়াও এটি রাসায়নিক ভাবে পরীক্ষা করা এবং সুবাস মুক্ত।
৭. মী মী সফ্ট বেবি লোশন
অলিভ অয়েল ও কামমিল দিয়ে তৈরী এই লোশন শিশুর ত্বককে শুকনো হতে দেয় না। অনেকক্ষণ ধরে এটি ত্বককে রক্ষা করে।
শিশুদের নিয়ে মায়েরা সর্বদাই চিন্তিত। কিন্তু এখন বাজারে অনেক লোশন এসে গেছে। মায়েদেরকে তাঁর শিশুর ত্বক অনুযায়ী তা বেছে নিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শও নিতে পারেন।