১. ব্যায়াম
যদি বয়স কালে হাঁটু ব্যথা নিয়ে কান্না কাটি না করতে চান তো এখন থেকেই ব্যায়াম করা বা হাটা শুরু করে দিন।
২. কনসার্ট এ যান
২০ বছরের ভিড়ে না ঢুকতে চাইলেও একটা কনসার্ট দেখে নিন। পড়ে যখনি রেডিওতে ওই গানটি শুনবেন, আবেগে চোখ ভরে আসবে।
৩. পাবলিক স্পিকিং
এক দোল লোকের সামনে বলেই ফেলুন- কিন্তু তা পরিবারের সামনে নয়। অফিসে হতে পারে বা চাইলে স্ট্যান্ড আপ কমেডি।
৪. সমুদ্রে ঘুরে আসুন
সমুদ্রতীরে দাঁড়িয়ে তরঙ্গের আসা যাওয়া, চাঁদনীর তলায় হাটা ও ঠান্ডা হাওয়ায় বসে থাকা-এই মধুর অনুভব শুধু সমুদ্রে হতে পারে।
৫. চাকরি করুন
এটি আপনাকে দায়িত্ব নিতে শেখায়। ওপরে জবাব দেওয়ার দায়িত্ব থাকলে আপনি কাজটা করবেন এবং এটি আপনাকে মানুষ হিসেবেও দায়িত্ববান বানাবে। ভবিষ্যতে চাকরি নিলে আপনি বুঝে শুনে নিতে পারবেন।
৬. বিদেশে বেড়াতে যান
প্লেনের ভাড়াও এখন কমে গেছে। কাছে হলেও অন্য দেশে বেরিয়ে আসুন, তাদের সংস্কৃতি ও লোকের স্বাগত প্রকৃত অনুভব করে নেবেন।
৭.এন জি ও তে কাজ করুন
আপনার থেকে কম ভাগ্যবান কারুর জন্য খাতুন। নিজেকে ছাড়া অন্য কারুর জন্য চিন্তা করলে বা খেতে দেখলে আপনার নিজের খুব ভালো লাগবে। এই সংস্থারা সব সময় সাহায্য চায়।
৮. মোটরসাইকেল চালান
বাইকের স্পীডের রোমাঞ্চ ও ঝুঁকির সাথে আর কিছুর তুলনা করা যায় না। কিন্তু হেলমেট যেন মনে থাকে।
৯. ব্যবসা খুলুন
না চাইলেও করুন। খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে যাবেন। লোকেদের সামলাতেও শিখে যাবেন। সংশাধনের ভাবটি অমূল্য।