ভয়, আনন্দ, ক্লান্তি, চিন্তা – সবই মাতৃত্বের ভাগ। কিন্তু জানলে ভালো লাগে যে সবারই এক অবস্থা। এমনই মুহূর্তগুলিতে মায়েদের পক্ষে আর সম্ভব হয়না যে সে সন্তানকে আরো নিখুঁত করে দেখাশোনা করবেন। তাই নিজেকে এক ভাববেন না, বা দোষারোপ করবেন না।
পড়ে নিন এই ৭ টি স্বীকারোক্তি:
১. মোজা
“ আমি যখন কাজে গেছি তখন প্যান্টে মোজা আটকে ছিল, বাড়ি ফিরে বুঝলাম।”
২. কথা শুনি না
“ মাঝে মাঝে বাচ্চারা কিছু খারাপ কথা বললে না শোনার ভান করি। সংশোধন করার আর ইচ্ছে করে না।”
৩. দিদিকে বেশি ভালবাসি
“ যখন ছোটো মেয়ে নখরা করে তো ইচ্ছে করে চেচিয়ে বলতে যে এই জন্যই দিদিকে বেশি পছন্দ করি!”
৪. কিছু কিছু জিনিস শুধু নিজের
“ মাঝে মাঝে আমি ছেলেকে বলি যেটা আমি খাচ্ছি তাতে তোর এলার্জি যাতে পুরোটাই আমি খেতে পারি।”
৫. একসাথে কাজ করা
“ স্বামী বাড়িতে থাকলে আমি বেশিক্ষণ বাথরুম এ থাকি যাতে ওকে কিছুক্ষণ বাচ্চাদের সাথে একা থাকতে হয়।”
৬. ওয়ানসি দিয়ে মোছা
“ একবার সুপারমার্কেটে হেঁচে আমি মেয়ের ওয়ানসিতে হাত মুছেছিলাম- বাড়ি গিয়ে তো কাঁচতেই হবে!”
৭. পায়খানা
“ চাকরিতে আমি বস কিন্তু বাড়িতে আমার ২ বছরের ছেলে আমার কোলে পায়খানা করে.”
আসা করি এগুলি পড়ার পর আপনার মুখে হাসি আনতে পেরেছি!