যৌনজীবন সম্পর্কে অনেকটাই আমরা সচেতন। কিন্তু এমন কিছু জিনিস আছে যা নিয়ে আমরা কখনোই ভাবিনি। আসুন জানি তেমনি কিছু অজানা তথ্য

১. নিয়মিত সুগন্ধী ব্যবহার করেন যাঁরা, তাঁদের যৌনজীবন বাকিদের থেকে সুস্থ এবং সক্রিয় হয়।
২. আদা হল এমন এক ভেষজ, যা সক্রিয় যৌনজীবন নিশ্চিত করতে পারে।
৩. একই নিয়মের বাইরে গিয়ে যাঁরা একটু অন্যভাবে যৌনজীবন উপভোগ করেন, তাঁদের যৌনজীবনের মেয়াদ বেশি হয়।

৪. এমনও দেখা গিয়েছে যে, কোনও খাবারের কথা ভেবেই অনেকে উত্তেজিত হয়ে পড়েন। পৃথক হলেও, এই ধরনের উত্তেজনা যৌনমিলনের মতোই।
৫. নিয়মিত মিলনের ফলে মহিলাদের ইমিউনিটি অনেকটা বেড়ে যায়। পুরুষের ক্ষেত্রে তা সবসময়ে সঠিক নয়।

৬. কন্ডোমের এক্সপায়ারি ডেট নিয়ে ভেবেছেন কখনও? ২ বছর।
৭. ইজ্যাকুলেশন-এর ফ্রিকোয়েন্সি যত বেশি, পুরুষের ক্ষেত্রে তত কমে প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা।
৮. সেক্স-এ বিবিধ যন্ত্রণার উপশম হয়। কারণ, অক্সিটোসিন হরমোন।