ঘামাচি আমাদেরই কতটা মাথা খারাপ করে দেয়, তাহলে ভাবুন শিশুকে কতটা কষ্ট দেবে? তাই কিনে নিন এই ৫ টি পণ্য ও শিশুকে আরাম দিন:
১. স্নেক ব্র্যান্ড ক্লাসিক প্রিক্লি পাউডার
এটি থাইল্যান্ড এ তৈরী এন্টিসেপটিক পাউডার। এতে আছে ন্যাচারাল অয়েল, মেন্থল, সুগন্ধ যুক্ত কাম্ফর, ত্রিক্লোকার্বন ও কাওলিন। এটি লোকের চেনা পণ্য!
২. হিমালয়া বেবি পাউডার
এতে নীম আছে যাতে ফোড়া ও চুলকুনি কমে। এমনকি এতে ঘাম কমে এবং জিংক এ কাটা ঘা ঠিক হয়ে যায়। শিশু আরামে থাকতে পারবে।
৩. হুলা ল্যাভেণ্ডার প্রিক্লি পাউডার
এতে একনে ও সোরিয়াসিস জাতীয় ত্বকের রোগ সেরে যায় ও ত্বক ঠান্ডা হয়ে যায়। শিশুর ত্বক কোমল করে তোলে।
৪. মাদার স্পর্শ বেবি বডি ওয়াশ
এটি আয়ুর্ভেদিক এবং ত্বকের থেকে ক্ষতিকারক জিনিস ধুয়ে ফেলে ও জড়িবুটি দিয়ে ত্বক ঠান্ডা রাখে।
৫. হিমালয়া রেফ্রেশিং বেবি সোপ
এতে পাবেন এনিমাল ফ্যাট ও এতে নকল রং নেই। তরমুজ, নীম ও খুস খুস আছে যাতে শিশুর ত্বক ঠান্ডা থাকে। নীম ইনফেকশন কমায় ও তরমুজ শরীর ঠান্ডা রাখে। এটি গ্রীষ্মের জন্য খুব ভালো ও এলার্জি থেকে রক্ষা করে।